মশারা তো দাঁত ছাড়াই কামড়ায়

মজার সবকিছু June 21, 2016 1,457
মশারা তো দাঁত ছাড়াই কামড়ায়

কী ছাড়া মানুষ শান্তিতে ঘুমাতে পারে না?


→ বালিশ।


মাছের হাঁপানি হয় না কেন?


→ পানিতে ডাক্তার নেই বলে।


কামড়াতে কি দাঁত লাগে?


→ না, মশারা তো দাঁত ছাড়াই কামড়ায়।


গরিবরা দিন আনে দিন খায় আর ধনীরা?


→ ধনীরা দিনে-রাতে সব সময় আনে; কিন্তু স্লিম হতে চায় বলে কখনোই খেতে পারে না।


বিদ্রোহী কবি দাঁড়ি-গোঁফ না রেখে চুল রাখতে গেলেন কেন?


→ লোকে বলবে, বিদ্রোহী কবি বিশ্বকবির স্টাইল নকল করছে, তাই।


হাতঘড়ি আবিষ্কারের মূল উদ্দেশ্য কী?


→ ঘড়িচোরদের আয়রোজগারের ব্যবস্থা করা।


কখন খুব হাসি পেলেও হাসতে পারি না, বলুন তো?


→ যখন দাঁতে ব্যথা থাকে।