জীবনে দুটি জিনিস, যা অর্জন করা কঠিন। এক. কারো মাথার মধ্যে আপনার ধারণা ঢোকানো। দুই. আপনার নিজের পকেটের মধ্যে অন্য কারো টাকা ঢোকানো।
তবে,
প্রথমটিতে যিনি সফল হন, তিনি একজন আদর্শ শিক্ষক।
দ্বিতীয়টিতে যিনি সফল হন, তিনি একজন বস।
উভয়টিতে যিনি সফল হন, তিনি হচ্ছেন স্ত্রী।
উভয়টিতে যিনি ব্যর্থ হন, তিনি হচ্ছেন স্বামী।