ট্রেনের সূচি আর টিকিট পাওয়া যাবে ‘আমাদের রেল’ এ

এপস রিভিউ June 19, 2016 1,728
ট্রেনের সূচি আর টিকিট পাওয়া যাবে ‘আমাদের রেল’ এ

যানজটের বিড়ম্বনা থেকে মুক্তি পেতে দূরপাল্লার যাত্রায় আজকাল বেশিরভাগই বাসের চাইতে ট্রেনকেই বেশি পছন্দ করেন। নতুন বা পুরনো গন্তব্যে যেতে ট্রেনই তারা বেছে নেন। তবে টিকিটের ঝামেলা, টিকেট কাটতে দীর্ঘ লাইনে দাঁড়ানো কিংবা সময়সূচী নিয়ে দ্বিধায় থাকেন অনেকে।


এমন ভোগান্তির মুখোমুখি হতে যারা চান না তাদের জন্য সহজ সমাধানও রয়েছে। এ জন্য স্মার্টফোনে একটি অ্যাপ ব্যবহার করেই এ ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।


ট্রেনের তথ্য পেতে ও টিকেট বুকিং দিতে চমৎকার একটি অ্যাপ্লিকেশনের সহায়তা নিতে পারেন। তেমনি একটি অ্যাপ হলো ‘আমাদের রেল’।


এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো


১. অ্যাপ্লিকেশনটিতে রয়েছে দেশের সব ট্রেনের শিডিউলের বিস্তারিত তথ্য।


২. সবগুলো জেলা বা বিভাগে যাতায়াতের জন্য ট্রেনের টিকিটে কত খরচ হবে তা জানা যাবে।


৩. এতে সব তথ্য প্রতিটি বিভাগ অনুযায়ী সাজানো আছে। ফলে সহজে যে কোনো ট্রেন বা স্টেশন সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।


৪. অ্যাপটিতে রয়েছে ট্রেন ট্র্যাকিং সুবিধা। বিলম্বের বিষয়টি জেনে যাবেন সহজেই।


৫. এসএমএসদিয়েই মোবাইল টিকেট কেনা বা বুকিং সুবিধা পাওয়া যাবে।


৬. এটি অফলাইনেও ব্যবহার করা যাবে। তাই একবার ডাউনলোডের পর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।


[url=https://play.google.com/store/apps/details?id=com.decodelab.amaderrel]Google Play Store Link[/url]