তিমি সম্পর্কিত ৫টি অবাক করা তথ্য

জানা অজানা June 17, 2016 1,367
তিমি সম্পর্কিত ৫টি অবাক করা তথ্য

গত কয়েকদিন ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তের সমুদ্র সৈকত গুলোতে মরে ভেসে আসতে দেখা গিয়েছে তিমিদের। হঠাত্‍ই রোজ কাগজে বা খবরে তিমি। তাই আজ এক ঝলকে জেনে নিন তিমি সম্পর্কিত কয়েকটা অবাক করা তথ্য। তাতে আপনি পাশের সবার সঙ্গে আলোচনায় অংশ নিতে পারবেন।


১) তিমি মাছ এই গ্রহের সবথেকে বড় প্রাণী। তিমির জিহ্বাটাও একটা আস্ত হাতির থেকে বড়!


২) তিমির হৃদপিন্ড একটা বড় সাইজের চার চাকা গাড়ির থেকেও বড়।


৩) সাধারণত সাঁতার কাটার সময় তিমির গড় গতি হয় ঘণ্টায় ৮ কিলোমিটার। কিন্তু দরকার পড়লে তিমি ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত জোরে সাঁতার কাটতে পারে।


৪) আমরা নীল তিমির শব্দ শুনতে পারি না। কিন্তু নীল তিমিরা খুব জোরে ডাকতে পারে। একটা তিমি প্রায় ১৬০০ কিলোমিটার দূর থেকে আরেকটা তিমির ডাক শুনতে পারে! বুঝুন কাণ্ড!


৫) একটা সদ্য জন্মানো তিমির ওজন হয় প্রায় ২৭ হাজার কেজির মতো। আর সে তখনই লম্বায় প্রায় ৮ মিটার হয় !