স্মার্ট টুথব্রাশ

নতুন প্রযুক্তি June 11, 2016 903
স্মার্ট টুথব্রাশ

দাঁতের যত্ন নেওয়া জন্য এসেছে স্মার্ট টুথব্রাশ। আর এই স্মার্ট টুথব্রাশ নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনভি। প্রোফিক্স নামের এই টুথব্রাশটিতে রয়েছে ক্যামেরা।


তাই দাঁত ব্রাশ করার সময় সরাসরি মুখের ভেতরের অবস্থার ভিডিও দেখতে পারবেন আপনার আইফোনে। আর চাইলে দাঁতের ডাক্তারকে দেখানোর জন্য ভিডিও ধারণ বা স্থিরচিত্রও তুলে রাখতে পারবেন।

প্রোফিক্স টুথব্রাশের মধ্যে রয়েছে একটি ছোট লাইট এবং এইচডি ক্যামেরা। ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণ করতে পারবে এই ক্যামেরাটি।


পাশাপাশি ১০ মেগাপিক্সেলের স্থিরচিত্র তুলতে পারবে। ফলে মুখের ভেতরের ও দাঁতের স্পষ্ট ছবি তুলতে পারবে এই টুথব্রাশটি। দাঁতের ফাঁকে কোনও ময়লা জমে আছে কিনা বা ভেতরে মাড়িতে কোনও দাঁতের সমস্যা আছে কিনা এই ছবির মাধ্যমে ব্যবহারকারীরা ও দন্ত চিকিৎসকরা সেটি শনাক্ত করতে পারবেন।


স্মার্ট এই ডিভাইসের সঙ্গে রয়েছে চারটি পরিবর্তনযোগ্য ব্রাশ। প্রয়োজন অনুযায়ী দাঁতের অবস্থা বুঝে এসব ব্রাশ বদলে ব্যবহার করা যাবে। তবে এই স্মার্ট টুথব্রাশটি বেশ দামি, এর দাম ৪০০ মার্কিন ডলার। এর মাত্র অর্ধেক দামেই পাওয়া যায় ওরাল- বি এর ৭০০০ স্মার্ট সিরিজের টুথব্রাশ। কাজও প্রায় একই।