রোজা অবস্থায় ভুলে পানাহার করলে করণীয়!

ইসলামিক শিক্ষা June 10, 2016 1,195
রোজা অবস্থায় ভুলে পানাহার করলে করণীয়!

রোজা অবস্থায় কেউ যদি ভুলে পানাহার করে; তবে তার করণীয় কী হবে? এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস পাওয়া যায়। যা তুলে ধরা হলো-


হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়েছে বা পান করেছে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে পান করিয়েছেন। (বুখারি ও মুসলিম, মিশকাত)


এ হাদিস থেকে বুঝা যায়, রোজা পালনকারী ভুলে পানাহার করলে তার করণীয় হলো রোজাকে পূর্ণ করা।


কারণ ভুলে পানাহারে তার রোজার কোনো ক্ষতি হবে না।


বরং যখনই রোজার কথা স্মরণ হবে সঙ্গে সঙ্গে পানাহার ত্যাগ করতে হবে। মুখে খাবার থাকলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দিতে হবে। এবং কেউ যখন রোজা পালনকারীকে (ভুলবশত) পানাহার করতে দেখবে তখন তার উচিত রোজার কথা স্মরণ করিয়ে দেয়া।


আল্লাহ তাআলা রোজার দিনে সকল প্রকার ভুল ও পেরেশানি থেকে হিফাজত করুন। আমিন।