বাথরুমে কাজে আসবে স্মার্টফোনের যে অ্যাপ!

এপস রিভিউ June 10, 2016 1,248
বাথরুমে কাজে আসবে স্মার্টফোনের যে অ্যাপ!

এবার বাথরুমের বিব্রতকর অবস্থা থেকেও মুক্তি দিবে স্মার্টফোনের অ্যাপ! এক্ষেত্রে অ্যাপটির উদ্দেশ্যে অবশ্য পানির অপচয় রোধ করা।


কেননা বাথরুমে ঢুকে অনেক সময় অনেকের এমন হয় যে, বাথরুমের শব্দ বাইরে যাওয়ার একটা আশংকা মনে কাজ করে। ফলে বাথরুমে গিয়ে জোড়ে পানির কল ছেড়ে রাখে, যাতে পানির শব্দে বাথরুমের অনাকাঙ্ক্ষিত শব্দ ঢাকা পড়ে যায়।


কিন্তু এভাবে কলের পানি ছেড়ে রেখে অন্যের কানে বাথরুমের অনাকাঙ্ক্ষিত শব্দ পৌঁছানো আটকানো গেলেও, পানির অপচয় হয়। এক গবেষণা রিপোর্ট অনুসারে, প্রতি বছর বাথরুমের ব্যবহৃত পানির ৭৫ শতাংশ নাকি অপচয় করা হয়।


যা হোক, এ সমস্যার উপযুক্ত সমাধানে এসেছে নতুন অ্যাপ ‘সাইলেন্ট লু’। বাথরুমে ঢোকার আগে যদি বুঝতে পারেন যে অবস্থা সুবিধের নয়, তা হলে কল না খুলে দিয়ে, স্মার্টফোনে সাইলেন্ট লু অ্যাপটি চালু করলেই হবে।


অ্যাপটিতে লোড করা রয়েছে কল, ঝরনা সহ কয়েক ধরনের পানির শব্দ। ফলে বাথরুমের অস্বস্তিকর শব্দ ঢাকা পড়ে যাবে অ্যাপটির কৃত্রিম পানির শব্দে। সম্মান বাঁচবে, পানিও!


বিনা মূল্যের এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

https://goo.gl/FXCLKe লিংক থেকে এবং


আইফোনে https://goo.gl/jTyq7g লিংক থেকে ডাউনলোড করা যাবে।