জানেন সেহরী খাওয়ার হুকুম কি?

ইসলামিক শিক্ষা June 9, 2016 1,689
জানেন সেহরী খাওয়ার হুকুম কি?

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। তাই পবিত্র রমজানে সিয়াম সাধনা পালন করছেন সারা বিশ্বের মুসলমানরা। এই রোজার অন্যতম অনুষঙ্গ হলো সেহরী খাওয়া। সেহরী শব্দের কভাবে অর্থ হলো- যা কিছু শেষ রাতে খাওয়া হয়।


সেহরী খাওয়ার অর্থ কি?

রোজা রাখার উদ্দেশ্যে রাতের শেষাংশে কিছু খাওয়াকে

সেহরী বলে। অর্ধরাতের পর থেকে সুবহে সাদেকের পূর্বপর্যন্ত সেহরী খাওয়াও বরকতপূর্ণ কাজ। সেহরী পেট ভরে খাওয়া জরুরী নয়। ক্ষুধা না থাকলে সেহরীর নিয়তে এক ঢোক পানি পান করলেও সুন্নাত আদায় হয়ে যাবে। (আদ্দুররুল মুখতার)


এবার জেনে নেই সেহরী খাওয়ার হুকুম কি?

ইসলামী শরীতবিদদের মতে, সেহরী খাওয়া সুন্নাত। হাদীস শরীফে বর্ণিত হয়েছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহি ওয়ালাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা সেহরী খাও, কেননা সেহরী খাওয়াতে বরকত রহিয়াছে। (ইবনে মাযা)


মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের সকল রোজা রাখার তাওফীক দান করুন। আমীন