পোশাকআশাক নিয়ে খুবই সচেতন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের আহমেদাবাদের বস্ত্র প্রস্তুতকারক ‘জেড ব্লু’-র তৈরি পোশাক তার প্রথম পছন্দ।
প্রত্যেকদিন সকালে উঠেই তার সম্পর্কে এবং তাকে নিয়ে কী কী আলোচনা চলছে সেসব বিষয় খুঁটিয়ে দেখেন অনলাইনে।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় রেলস্টেশনে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন তরুণ নরেন্দ্র মোদি।
মোদির কোনওরকম মাদকের নেশা নেই। ধূমপান করেন না। তিনি সম্পূর্ণ নিরামিষাশি।
তিনি অ্যামেরিকায় পাবলিক রিলেশন ও ইমেজ ম্যানেজমেন্টের উপর ৩ মাসের কোর্স করেছেন।
ফটোগ্রাফির প্রতি রয়েছে তার নেশা। তার তোলা ছবি দিয়ে ইতিমধ্যে প্রদর্শনীও হয়েছে।
নরেন্দ্র মোদি তার অবসর সময়ে কবিতা লিখতে ভালোবাসেন। গুজরাতি ভাষায় লেখা তার কিছু বই প্রকাশিতও হয়েছে। দিনে ৫ ঘণ্টারও কম সময় ঘুমোন মোদি। ফেসবুকে অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ।
টুইটারেও তার ফলোয়ার কম নয়, জনপ্রিয় সেলিব্রিটি হিসাবে তিনি রয়েছেন ৮ নম্বরে।