স্মার্টফোনে ডিজিটাল তসবি

এপস রিভিউ June 8, 2016 1,079
স্মার্টফোনে ডিজিটাল তসবি

শুরু হয়েছে সংযমের মাস। ধর্মপ্রান মুসল্লীরা এ মাসে ইবাদতে ব্যস্ত থাকতে চান। অনেকে দোয়া দরূদ পড়ার সময় হিসাব রাখা পছন্দ করেন। এ জন্য সাধারণত সকলেই তসবি ব্যবহার করেন। তবে পথ চলতে কিংবা অফিসে তসবি নিয়ে চলাফেরা বিরক্তকর মনে হতে পারে।


তবে স্মার্ট এ যুগে একটি স্মার্টফোনে থাকলে আর তসবির প্রয়োজন হবে না। হাতে থাকা স্মার্টফোনেই কাজ চালিয়ে নিতে পারবেন। শুধু ‘তসবি’ নামের অ্যাপ্লিকেশনটি নামিয়ে নিতে হবে।



এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস সুন্দর ও আকর্ষণীয়। থ্রিডি ইন্টারফেস ব্যবহারের সময় মনে হবে সত্যিকারের তসবি ব্যবহার করা হচ্ছে।


গণনার সংখ্যা সীমা ব্যবহারকারী ইচ্ছামতো বাড়াতে পারবেন সেটিংস থেকে।


এতে শব্দ নিয়ন্ত্রণ করা যাবে। মিউট করে রাখার পাশাপাশি পছন্দমতো শব্দ নির্বাচন করা যাবে।


ইন্টারনেট ছাড়াই অফলাইনে ব্যবহার করা যাবে এটি। তাই ডাউনলোডের পর আর ইন্টারনেট সংযোগ লাগবে না।


৯.৩ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।