একটি প্রার্থনা
হে প্রভু, একটা কাজ করে দেবে মাত্র!
তোমাকে কালো গাইয়ের দুধের চা খাওয়াব। পদ্মার ইলিশ আর সরষে মাখা সালুন দেব। রাজশাহীর ফজলি আম দেব পুরো এক হালি। সিরাজগঞ্জের দই দেব, টাঙ্গাইলের চমচম, রাজবাড়ির মিষ্টি। মুক্তাগাছার মণ্ডাও দেব। কক্সবাজারের শুটকি দেব, চিতল দেব সুনামগঞ্চের। সাকিব আল হাসানের অটোগ্রাফ দেব।
আর কি চাও, বলো না!
আমাদের যা আছে তা সব দেব।
চোখ নেব, নাক দেব, ঠোঁট, দাঁত, হাত দেব।
এ জীবনটাই তোমাকে দেব।
আর যা আছে তাও দেব।
কিচ্ছু চাই না তার বিনিময়ে, কিচ্ছু না--- কেবল আমাদের মমতাময়ী দু নেত্রীকে এক করে দাও। আমাদের এই দুই মাকে হাসতে দাও একসঙ্গে, আমাদের এই দুই ছায়াকে মিলিয়ে দাও একাকারে!
কারণ, মানুষ পোড়া গন্ধ যে আর সহ্য হচ্ছে না প্রভু।
দাও না কাজ করে।
বুকের ভেতরের ভালোবাসাটা তোমায় দেব।
এই যে চোখের টলটলে জল গড়িয়ে দেব তোমায় পায়ে।
দাও না প্রভু দাও না
তোমায় পায়ে ঠেকাই মাথা, দাও না প্রভু দাও না.
.
লেখক - s aslam..