ঈদ মোবারাক এসএমএস ( Page 2)
31) রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে |
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে |
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক |
"ঈদ মোবারক"
Length: 397 - April 18, 2016
32) তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
Length: 358 - April 18, 2016
33) ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ।
"ঈদের অভিনন্দন"
Length: 442 - April 18, 2016
34) ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস
তোমাকে ঈদের শুভেচছা জানায়।
"ঈদ মোবারাক"
Length: 356 - April 18, 2016
35) ভোর হলো দুর খোল, চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে .
ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রয়লো সবাইকে .
ঈদ মোবারক ঈদ মোবারক।
Length: 437 - April 18, 2016
36) আজ খুশির বাধ বেঙেছে ।
উঠছে ঈদের চাদ ।
ঘুম নাইরে ঘুম নাইরে আজ সারা রাত ।
গাছে গাছে নতুন কলি ফুটবে এবার ফুল ।
সবার জন্য রইল আমার ঈদের আমন্ত্রন ।
ঈদ মোবারক
Length: 397 - April 18, 2016
37) চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক
Length: 219 - April 18, 2016
38) সারা দেশে চলছে ঈদের উত্সব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।
Length: 292 - April 18, 2016
39) আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে, “ঈদ মোবারক”
Length: 217 - April 18, 2016
40) ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক
Length: 383 - April 18, 2016
41) আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে।
ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।
ঈদ মোবারক।
Length: 404 - April 18, 2016
42) যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ,
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন।
ঈদ বোবারক
Length: 292 - April 18, 2016
43) কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
Length: 324 - April 18, 2016
44) হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন..
Length: 453 - April 18, 2016
45) রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
"ঈদ মোবারাক
Length: 212 - April 18, 2016
46) নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।
Length: 261 - April 18, 2016
47) আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
Length: 304 - April 18, 2016
48) দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
¤¤ঈদ মোবারক ¤¤
Length: 313 - April 18, 2016