ভালবাসার এসএমএস ( Page 3)
61) ভালবাসো তাকে যে ভাবে তোমাকে..
বন্ধু করো তাকে যে চেনে তোমাকে..
আপন করো তাকে যে ভাবে তোমাকে..
মনে রাখো তাকে যে কখনো ভোলেনা তোমাকে..
জীবন সাথী কর তাকে যে থাকবে
তোমার পাশে সারা জীবন ।
Length: 459 - April 16, 2016
62) এতো কষ্ট পেয়েও,তোমাকে ভুল বুঝিনি ।
এতো দূরে রয়েও,তোমাকে ভুলে যায়নি ।
নির্ঘুম রাত জেগেও,স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।
কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।
Length: 386 - April 16, 2016
63) যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন,
তৃতীয় মহাযুদ্ধ বাধে,
যদি কমে যায় কভু আলো আকাশের ঐ চাদে,
তবুও তুমি আমার, শুধু আমার।
Length: 294 - April 16, 2016
64) যদি ভালবাসাকে মৌচাক ধরি,
তাহলে বিশ্বাস হল মৌমাছি।
কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই
ভালবাসার অমৃত মধু পাওয়া যায়।
Length: 297 - April 16, 2016
65) প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না।
যা হয় তা হল ভাল লাগা।
আর সেই ভাল লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসার।
Length: 281 - April 16, 2016
66) একটু ভালোবাসা দিবি?
যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ ।
থাকবে না, না পাওয়ার যন্ত্রনা
থাকবে না মায়া কাঁন্না।
থাকবে শুধু সীমাহীন অনুভূতি ।
যেই অনুভূতি কে সাথি করে
কাটিয়ে দিবো সারাটা জীবন।
Length: 498 - April 16, 2016
67) এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
Length: 347 - April 16, 2016
68) বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,,
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি??
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!
Length: 392 - April 16, 2016
69) Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,,
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে,,
Length: 364 - April 16, 2016
70) ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত
হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল - শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে
ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।
Length: 378 - April 16, 2016
71) যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই,
সুখে নেই. তবে তুমি ফিরে আসো এখনো
আগের মতো ভালবাসি তোমাকেই..!!
Length: 248 - April 16, 2016
72) এসে গেলো ফেবরুয়ারী,, মন চায়
প্রেমে পরি.. আমি এখন একা,, কবে
পাবো তোমার দেখা.. কোথায় গেলে
তোমায় পাই,, মন যে শুধু চাই.. ১৪
ফেবরুয়ারী GIFT টা যেনো আমি পাই..!!
Length: 370 - April 16, 2016
73) তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,,
তাহলে আমি ভুলে যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!
Length: 346 - April 16, 2016
74) তুমি রাজি থাকলে প্রেম করবো,
কাজী এনে বিয়া করব, রাগ করলে
কিস করবো, দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব কষ্ট পাবো...!!
Length: 349 - April 16, 2016
75) যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার..
যদি বলো তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!!
Length: 303 - April 16, 2016
76) যারা ভালবাসা নিয়ে খেলা করে,,
তারাই ভালবাসা পায়..
আর যারা মন থেকে ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..??
Length: 269 - April 16, 2016
77) কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
Length: 346 - April 16, 2016
78) ভুলতে পারিনা তারে,, ভালবাসি আমি যারে..
মনে পড়ে তারে,, শুধু বারেবারে..
জানিনা সে কত দূরে,, তবুও আছে মন জুরে..
এখনো যে ভাবি তারে,,
সে কি আজো ভালবাসে আমারে..??
Length: 385 - April 16, 2016
79) সত্যিকারে ভালবাসা যা,
সে অতি অপমান’’আঘাত করলে..
হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না..!!
Length: 227 - April 16, 2016
80) যে মানুষ যত বেশি গম্ভীর..
সে মানুষ ততবেশি রাগী..
তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!
Length: 216 - April 16, 2016
81) তুমি যদি বাসো ভালো,,
চাঁদের মতো দেব আলো,,
যদি আমায় ভাবো আপন,,
হব তোমার মনের মতন,,
নদী যেমন দেয় মোহনা,,
তোমার ই আমি তোমার উপমা,,
Length: 314 - April 16, 2016
82) হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে
যাবো, যাবো তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?
Length: 476 - April 16, 2016
83) যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি।
Length: 384 - April 16, 2016
84) দেখো চাঁদের দিকে,, কত যে কষ্ট
তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে
যায়,, কখনো সে জোত্সনা হারায়.. তবুও
জোত্সনা ছড়িয়ে সে হাসে,, কারন সে
আকাশ কে ভালবাসে..!!
Length: 362 - April 16, 2016
85) কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ
জ্বেলে, চাওয়া পাওয়ার স্বপ্নে॥
Length: 479 - April 16, 2016
86) এখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে ॥
Length: 419 - April 16, 2016
87) দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন গল্প, গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।
Length: 355 - April 16, 2016
88) রাজার আছে অনেক ধন,
আমার আছে একটি মন।
পাখির আছে ছোট্র বাসা,
আমার মনে একটি আশা,
তোমায় শুধু ভালোবাসা।
Length: 260 - April 16, 2016
89) মানুষের জীবনে চাওয়ার শেষ নেই,
স্বপ্নের সমাপ্তি নেই, আকুলতার অন্তি নেই ,
আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি ,
আমার সব আকুলতা শুধু তোমার মাঝে
আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥
Length: 422 - April 16, 2016
90) তুমি যমুনা হলে হব অামি যমুনা ব্রিজ।
তুমি চায়ের কাপ হলে হব চায়ের প্রিজ।
তুমি জিবন হলে হব অামি প্রেম,
তুমি দরজা হলে হব অামি দরজার ফ্রেম।
Length: 358 - April 17, 2016