অপ্রিয় সত্য...

ফেসবুকীয় লেখা June 2, 2016 1,862
অপ্রিয় সত্য...

যদি কোনো ছেলেকে প্রশ্ন করা হয় কেমন মেয়ে তোমার পছন্দ? উত্তর আসতে পারে এমন- সুন্দরী মেয়ে।


যদি কোনো মেয়েকে প্রশ্ন করা হয় কেমন ছেলে তোমার পছন্দ? উত্তর আসবে- সৎ ছেলে। ছেলেরা মেয়েদের সৌন্দর্যকে অগ্রাধিকার দেয়। আর মেয়েরা চায় তার ছেলেবন্ধুটি হউক সৎ এবং নিরহংকারী।


প্রেমের ক্ষেত্রে ছেলেমেয়ে দুপক্ষই মাঝে মাঝে মিথ্যের আশ্রয় নেয়। তুলনামুলকভাবে ছেলেরাই বেশী মিথ্যে বলে থাকে (অপ্রিয় সত্য)। অবশ্য গার্লফ্রেন্ডকে সন্তষ্ট রাখতে মাঝে মাঝে মিথ্যের আশ্রয় নেয়া লাগেই...


ছেলেরা যখন বলে ‘আই লাভ ইউ’ তার মানে কথাটা সে প্রথমবার বলছে না।মেয়েরা যখন বলে ‘আই লাভ ইউ’ তার মানে মন থেকেই কথাটা সে বলছে।


ছেলেরা যখন বলে ‘আই মিস ইউ’, সেটা হচ্ছে তাদের বহুল ব্যবহৃত বাক্য। কোনো মেয়ে যখন কোনো ছেলেকে বলে ‘আই মিস ইউ’, তার মানে সে ছাড়া ছেলেটাকে আর কারও মিস করার অধিকার নেই।


মেয়েরা সন্দেহ করলে প্রেমের সম্পর্ক আরো মজবুত হয়। কিন্ত ছেলেরা সন্দেহ করলে সম্পর্ক বেশিদিন টেকেনা।


'কবে কিভাবে প্রেমে পড়েছে' যদি মেয়েদের কাছে জানতে চাওয়া হয়, মেয়েরা দিন তারিখ সময় এমনকি কোন পোশাক পরা ছিল তার বিস্তারিত বর্ণনা দিয়ে দেবে। একই প্রশ্নের জবাবে ছেলেরা একটু মাথা চুলকাবে, তারপর সত্যমিথ্যা মিলিয়ে ভুং-ভাং একটা জবাব দিয়ে দেবে।


অপ্রিয় সত্য...


লেখক : অচিকীর্ষূ লৌকিক