প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করবেন যেভাবে

টুকিটাকি টিপস June 1, 2016 1,389
প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করবেন যেভাবে

প্রত্যহ দুই বেলা দাঁত ব্রাশ না করলে দাঁতের রং হলুদ হয়ে যাবে এটাই স্বাভাবিক আবার হরমোনজনিত কারণে বা মুখের স্বাস্থ্যের ঘাটতির কারণে, ভুল ডায়েট করলে, ধূমপানেও দাঁতের রং আর সাদা থাকে না। এসব ছাড়াও নানা কারণে দাঁতের রং বদলে হলদে হয়ে যায়।


দাঁতের এই হলদে ভাব ব্রাশ করলেও যায় না। এ কারণে আপনি হয়তো মন খুলে হাসতেও পারেন না। আর চিন্তা নেই। এবার প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করুন।


★ দাঁতের হলদে দাগ দূর করতে কী কী উপাদান ব্যবহার করবেন সে সম্বন্ধে নিচে পরামর্শ দেওয়া হয়েছে। দেখে নিন সেটি.....


যা যা লাগবে

রান্নার তেল অথবা নারকেল তেল কিংবা সানফ্লাওয়ার তেল এক টেবিল চামচ ও লবণ এক চা চামচ। তেল দাঁতের ব্যাকটেরিয়া ধ্বংস করে ও দাঁতের হলদে ভাব দূর করে। অন্যদিকে লবণ প্রাকৃতিক ক্লিনজার ও স্ক্রাবারের কাজ করে। এই দুটি উপাদান ব্যবহারে দাঁত ঝকঝকে সাদা হয়ে যাবে।


যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বাটিতে তেল ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার আঙুল দিয়ে এই মিশ্রণ দাঁতে লাগিয়ে ভালো করে ঘষুণ। এভাবে পাঁচ মিনিট আঙুল দিয়ে দাঁত ঘষুণ। এখন পাঁচ মিনিট এভাবে রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে হারবাল একটি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে ফেলুন। দেখবেন হলদে দাগ দূর হয়ে দাঁত ঝকঝকে হবে।