আজকের ধাঁধা : ৩১ মে ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer May 31, 2016 3,685
আজকের ধাঁধা : ৩১ মে ২০১৬

ধাঁধা :

১. ‘অর্ধচন্দ্র সমাকার

দেহের গঠন।

গাছপালা কাটে সে

সদা সর্বক্ষণ।’


২. ‘অন্ধকার ঘরে

বাঁদর নাচে

না না করলে

আরও নাচে।’


৩. ‘অতি ক্ষুদ্র- যায় না দেখা

যন্ত্রে কিংবা চোখে,

করছে ক্ষতি- সাধ্য কার

মারে কিংবা রোখে।’


৪. ‘অচল দৈত্য সচল হয়,

গর্জন শুনে লাগে ভয়।

গ্রাস করে বহু থাল,

হজম হয় না কোনো কাল।’


উত্তর :

১. কাস্তে

২. জিহ্বা

৩. ভাইরাস

৪. ট্রেন বা মটর