তোর জীবনে ১৫টা মেয়ে

পাঁচমিশালী কৌতুক May 31, 2016 3,416
তোর জীবনে ১৫টা মেয়ে

সাইফুল গেছে সাধুবাবার কাছে-


সাইফুল : বাবা, বয়স তো ৩০ হয়ে গেল, এখনো প্রেম করতে পারলাম না, আমার জীবনে কি কোন মেয়ে আসবে না?


সাধুবাবা হাত দেখল-


সাধুবাবা : মন খারাপ করিস না, ধৈর্য ধর, তোর জীবনে ১৫টা মেয়ে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি।


এই কথা শুনে বল্টু তো আনন্দে আটখানা।


সাধুবাবা : এতো আনন্দিত হবার প্রয়োজন নেই, ১ জনই তোর বউ হবে আর বাকিরা তোর মেয়ে।