স্বপ্ন যখন BCS… পড়ুন । হয়তো এখান থেকেই পেয়ে যেতে পারেন নির্বাচিত হওয়ার শেষ মার্ক টি । #০০১

অনলাইনে পড়াশোনা May 29, 2016 2,564
স্বপ্ন যখন BCS… পড়ুন । হয়তো এখান থেকেই পেয়ে যেতে পারেন নির্বাচিত হওয়ার শেষ মার্ক টি । #০০১

১। সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থান নাটোরের লালপুর ।

২। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান সিলেটের লালখান ।

৩। বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল ।


৪। বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী ।

৫। বাংলাদেশের শীতলতম জেলা সিলেট ।

৬। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটরের লালপুর ।

৭। বাংলাদেশের শীতলতম মাস জনুয়ারি ।

৮। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল ।



৯। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১৹ সে ।

১০। গ্রীস্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ২৮৹ সে ।

১১। বর্ষাকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ২৭৹ সে ।



১২। শীিতকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ১৭.৭৹ সে ।

১৩। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।

১৪। বাংলাদেশের মোট বৃষ্টিপাতে এক পঞ্চমাংশ গ্রীস্মকালে হয় ।


১৫। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচভাগের প্রায় চারভাগ বর্ষাকালে হয় ।

১৬। বাংলাদেশে মোট ঋতু ৬ টি যথা , গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।

১৭। বাংলাদেশের সতন্ত্র ঋতু বর্ষাকাল ।