Book Suggestion For BCS (Preli. ) :
.
১। প্রফেসরস-এর প্রিলিমিনারি গাইড পড়তে পারেন।
২। বাংলাঃ
(ক) নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ
(খ) ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ
(গ) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
(ঘ) নবম-দশম শ্রেনি এবং একাদশ শ্রেনির বাংলা ১মপত্র বই (লেখকদের নাম, জন্মতারিখ, জেলা ইত্যাদি জানার জন্য)
(ঙ) বাংলাদেশি সকল লেখকদের একটি তালিকা তৈরি করুন এবং তাদের তথ্য লিখে রাখুন। সাহিত্যে নোবেল, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন লেখকদের তালিকাও তৈরি করুন।
৩। ইংরেজিঃ (ক) ভোকাব্যুলারি, এ্যানালজি, সিনোনিমস- এ্যান্টোনিমস, ইডিওমস, ফ্রেসেস ইত্যাদির জন্য Saifur’s এর সংশ্লিষ্ট
বইগুলো ।
(খ) ভাল গ্রামার বই
(গ) বিভিন্ন প্রতিযোগিতামূলকপরীক্ষা এবং বিগত বছরের বিসিএস এর ইংরেজি প্রশ্নের সমাধান।
৩। গণিতঃ
(ক) ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর পাঠ্য বই।
(খ) পাটিগণিতের সূত্র, যুক্তি, ব্যাখ্যা, সংজ্ঞা ইত্যাদি
(গ) বীজগণিতের সূত্র, সেট ইত্যাদি।
(ঘ) পরিমিতি/ত্রিকোণমিতির বেসিক সূত্র এবং সংজ্ঞাসহ ব্যাখ্যা।
৪। বিজ্ঞান
(ক) ৮ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান
(খ) নবম-দশম শ্রেণীর পদার্থ, রসায়ন
৫। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
(ক) বিভিন্ন প্রতিযোগিতামূলকপরীক্ষায় আসা কম্পিউটার ও তথ্যপ্রযু্ক্তি বিষয়ক প্রশ্নগুলো ভালোভাবে রপ্ত করুন।
(খ) অনার্স পর্যায়ের কম্পিউটার বই ।
(গ) বিসিএস এর সিলেবাস ধরে ধরে প্রতিটি টপিক্স গুগল, উইকিপিডিয়া, সংশ্লিষ্ট বিষয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্যক্তিগতভাবে নোট তৈরি করুন। এটি হচ্ছে সবচেয়ে
কার্যকর পদ্ধতি। তথ্যপ্রযুক্তি বিষয়ক সিলেবাস ভিত্তিক তথ্যের জন্য শিক্ষাব্লগ এ যুক্ত থাকুন।
৬। সাধারণ জ্ঞান
(ক) “আজকের বিশ্ব” বই
(খ) সাম্প্রতিক বিষয়গুলোর জন্য পত্রিকা ও কারেন্ট এ্যাফেয়ার্স
(গ) প্রতিদিন খবর পড়া/ দেখা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো মার্ক করে নোট করা।
৭। মানসিক দক্ষতা ও অভীক্ষা যাচাই
(ক) প্রফেসরস এর বই ।
(খ) দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় কলাম, রাজনীতি, দেশ-বিদেশ পাতাগুলো পড়তে পারেন।
পরীক্ষার পূর্বে প্রিলির উপর "ডাইজেস্ট" বইটি পড়তে পারেন।
#*** বাংলা, ইংরেজি, বিজ্ঞানসহ যেকোন বিষয় পড়ার ক্ষেত্রে বিসিএস এর সিলেবাস অনুসরণ করুন। বিশেষত বিজ্ঞানের ক্ষেত্রে নবম-দশম শ্রেনির পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বই থেকে সিলেবাস ভিত্তিক অধ্যায়গুলো পড়বেন।
Thank you