

আমরা ইচ্ছে করলেই খুব সহজে রমজান
মাসে "কোরআন শরীফ" এক খতম দিতে
পারি, আসুন জেনে নেই সেই সহজ
পদ্ধতিটিঃ
,
(১)
- কোরআনে মোটামোটিভাবে ৬০০টি
পৃষ্ঠা আছে
- প্রতিদিন ২০টি করে পৃষ্ঠা পড়ুন,
এই ২০টি পৃষ্টা একেবারে না পড়ে ৫-
ওয়াক্ত নামাজের পর ৪-পৃষ্ঠা করে
পড়ুন...
,
(২) আরও সহজভাবে পড়তে সেই ৪টি
পৃষ্ঠাকে দুটি ভাগে ভাগ করে নিন,
মানে প্রতি ওয়াক্ত নামাজের আগে দুই
পৃষ্ঠা এবং পরে দুই পৃষ্ঠা পড়ুন...
,
___এতে করে আপনার কাছে একেবারে
ঘন্টার পর ঘন্টা বসে পড়ে অধৈর্য্য
হতে হবে না,
এবং ইনশাআল্লাহ খুব সহজে কোরআন
খতম সম্পন্ন হয়ে যাবে ।।
,
......কোরআন শরীফের সাইজ বড়,ছোট
হওয়ার ফলে পৃষ্ঠা কম বা বেশী হতে
পারে,
পৃষ্ঠাগুলোকে উপরের সিস্টেমে ভাগ
করে নিন ।।
,









