প্রতিদিনই আমাদের চলাফেরা করতে হয়, আর সে কারণেই জুতো অথবা স্যান্ডেল নোংরা হয়, বিশেষ করে বর্ষার দিনে। কিন্তু পোশাক বা অন্যান্য কিছুর যত্ন নিলেও আমরা জুতোর দিকে খেয়াল দেই কম।
বেরোনোর আগে প্রত্যেকদিন জুতো পরিষ্কার করতে হয়। নাহলে ভালো পোশাকের সঙ্গে একেবারেই বেমানান লাগবে আপনাকে। কীভাবে জুতো পরিষ্কার করলে আপনার চারিত্রিক বৈশিষ্টকে আরও মজবুত করবে দেখে নিন।
প্রতি সপ্তাহে জুতো পলিশ করুন। এতে আপনার জুতো আরও অনেক বেশিদিন চলবে। একই জুতো রোজ পরে বেরোবেন না। এতে একটা জুতোর ওপরেই বেশি চাপ পড়ে যায়। ফলে জুতো বেশিদিন টেকে না। তাই তিন-চার জোড়া জুতো ঘুরিয়ে ফিরিয়ে পরুন।
জুতো সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। ভিজে অবস্থায় থাকলে তা থেকে জুতোর চামড়া খারাপ হয়ে যায়। ভিজে গেলেও ভালো করে রোদে শুকিয়ে তবে পরুন। মাসে কিংবা সপ্তাহে নয়, জুতো পরিষ্কার রাখুন রোজ রোজ।
তবেই টেকসই হবে। বর্ষায় জুতো ভিজে গেলে প্রথমে মুছে হালকা করে চুলো জ্বালিয়ে উপরে ঝুলিয়ে রাখুন।