তেলাপোকার মতো টিকটিকি দেখলেও অনেকে ভয়ে দৌড়ে পালায়। কিন্তু সমস্যা হলো, টিকটিকি দেয়ালের অনেক ওপরে লেগে থাকে। এ ক্ষেত্রে ঘরোয়া কয়েকটি উপায়ে টিকটিকি মারা ছাড়াই দূর করতে পারেন। এসব উপাদানের গন্ধে টিকটিকি ঘরের মধ্যে থাকতে পারবে না। জানতে চান উপাদানগুলো কী কী? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই তালিকা একবার দেখে নিন।
ডিমের খোসা
ডিমের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই ডিমের খোসার গুঁড়া করে দরজা, জানালার নিচে ছাড়াও ঘরের অন্যান্য জায়গায় ছড়িয়ে রাখুন। দেখবেন, টিকটিকির উপদ্রব অনেকটা কমে যাবে।
রসুনের কোয়া ও রস
রসুনের গন্ধও টিকটিকি একেবারে সহ্য করতে পারে না। ঘরের মধ্যে কয়েকটি জায়গায় রসুনের কোয়া ছড়িয়ে রাখতে পারেন। অথবা রসুনের রস করে মেঝের চারপাশে ছিটিয়ে রাখতে পারেন। এতে টিকটিকি ঘরের মধ্যে প্রবেশ করবে না।
কফি ও তামাক গুঁড়া
কফি ও তামাক পাতার গুঁড়া অল্প পানি দিয়ে মিশিয়ে ছোট ছোট বল করে টুথপিকে ভরে ঘরের চারপাশে ছড়িয়ে রাখুন। দেখবেন, এর গন্ধে টিকটিকি ঘরে আসবে না।
পেঁয়াজের রস
ঘর থেকে টিকটিকি দূর করতে সামান্য পেঁয়াজের রস ঘরের মেঝের চারপাশে ছিটিয়ে রাখুন। এতে টিকটিকি ঘরের মধ্যে প্রবেশ করবে না।
ন্যাপথলিনের বল
শুধু কাপড়ের আলমারিতেই নয়, রান্নাঘর, টেবিল সবকিছুর ড্রয়ারে বেশি করে ন্যাপথলিনের বল রাখুন। এটি টিকটিকি দূর করতে বেশ কার্যকর।