স্যামসাং জে সিরিজের মোবাইলে রবির দারুণ অফার

Robi Axiata May 18, 2016 2,198
স্যামসাং জে সিরিজের মোবাইলে রবির দারুণ অফার

মোবাইল ফোন অপারেটর রবির গ্রাহকরা স্যামসাং জে সিরিজের মোবাইল কিনলে পাবেন আকর্ষণীয় বান্ডেল অফার। স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের মোবাইল (গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস এবং জে২) হ্যান্ডসেটে থাকছে ৪ হাজার, ৫ হাজার ৫০০ এবং ৭ হাজার টাকার আকর্ষণীয় রবি বান্ডেল অফার।


সকল নতুন এবং পুরাতন রবি গ্রাহকরা জে১ নেক্সট হ্যান্ডসেট কিনে ৬০০ মিনিট অন নেট, ৩০০ মিনিট অফ নেট এবং ৪ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাবেন। নতুন জে১ এইস হ্যান্ডসেট কিনে গ্রাহকরা পাবেন ৮০০ মিনিট অন নেট, ৪০০ মিনিট অফ নেট এবং ফ্রি ৫ জিবি ইন্টারনেট ডাটা।


গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেট কিনে উপভোগ করতে পারবেন ১ হাজার মিনিট অন নেট, ৫০০ মিনিট অফ নেট এবং ফ্রি ৬ জিবি ইন্টারনেট ডাটা। গ্রাহকরা তিন মাসে সমান হারে এই বান্ডেল অফার পাবেন। স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস এবং জে২ হ্যান্ডসেটের মূল্য যথাক্রমে ৬ হাজার ৯৯০ টাকা, ৮ হাজার ৯৯০ টাকা এবং ১১ হাজার ৪৯০ টাকা।