মোবাইল ফোন অপারেটর রবির গ্রাহকরা স্যামসাং জে সিরিজের মোবাইল কিনলে পাবেন আকর্ষণীয় বান্ডেল অফার। স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের মোবাইল (গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস এবং জে২) হ্যান্ডসেটে থাকছে ৪ হাজার, ৫ হাজার ৫০০ এবং ৭ হাজার টাকার আকর্ষণীয় রবি বান্ডেল অফার।
সকল নতুন এবং পুরাতন রবি গ্রাহকরা জে১ নেক্সট হ্যান্ডসেট কিনে ৬০০ মিনিট অন নেট, ৩০০ মিনিট অফ নেট এবং ৪ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাবেন। নতুন জে১ এইস হ্যান্ডসেট কিনে গ্রাহকরা পাবেন ৮০০ মিনিট অন নেট, ৪০০ মিনিট অফ নেট এবং ফ্রি ৫ জিবি ইন্টারনেট ডাটা।
গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেট কিনে উপভোগ করতে পারবেন ১ হাজার মিনিট অন নেট, ৫০০ মিনিট অফ নেট এবং ফ্রি ৬ জিবি ইন্টারনেট ডাটা। গ্রাহকরা তিন মাসে সমান হারে এই বান্ডেল অফার পাবেন। স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস এবং জে২ হ্যান্ডসেটের মূল্য যথাক্রমে ৬ হাজার ৯৯০ টাকা, ৮ হাজার ৯৯০ টাকা এবং ১১ হাজার ৪৯০ টাকা।