বিশ্বে চলছে চমকের খেলা। নিত্য নতুন আবিষ্কারে বিশ্বকে চমকে দিচ্ছে বিজ্ঞানীরা। প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করে এমন সব যন্ত্র আবিষ্কার করছেন যা মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। সে রকমই একটি আবিষ্কার হলো 'অ্যাক্সি ড্র'।
আপনি কোনো লেখা খাতায় লিখতে চান অথবা কম্পিউটার থেকে প্রিন্ট দিতে চান? তবে কোনো প্রিন্টার ছাড়াই হুবহু সেভাবে আপনাকে খাতার উপর লিখে অথবা এঁকে দিবে এই যন্ত্রটি।
তাতে একটি পেন দিয়ে লিখতে আদেশ দিলেই নিজে নিজেই সব লিখে দিবে। কম্পিউটারে সেভ করা কোনও অ্যাপ্লিকেশনের ফাইলটার প্রিন্ট-আউট নিতে চান, 'অ্যাক্সি ড্র'-তে সেভ করে দিন।
'অ্যাক্সি ড্র' তার সঙ্গে জুড়ে থাকা গ্রিপে একটি পেন দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফাইলটাকে হাতের লেখার মতো প্রিন্ট করে দেবে।
'অ্যাক্সি ড্র'—আসলে একটি রোবোটিক প্রিন্টার। এই প্রিন্টার হাতের লেখার মতো প্রিন্ট করে। এর প্রিন্টারে খালি জুড়ে দিন যে কোনও ধরনের একটি ফাউন্টেন পেন।
যে কোনও ধরনের হাতের লেখা থেকে আপনার সই বা কোনও ধরনের ডায়াগ্রাম, সব নিমেষে এঁকে দেবে এই 'অ্যাক্সি ড্র'।
মার্কিন ডলারে এর দাম পড়বে ৪৫০ ডলার। বাংলাদেশী টাকার অঙ্কে এর দাম পড়বে প্রায় ৩৫ হাজার টাকা।