জানেন, কেন বিমানের জানালা গোলাকার?

জানা অজানা May 10, 2016 1,746
জানেন, কেন বিমানের জানালা গোলাকার?

আমরা যারা বিমানে ভ্রমণ করে থাকি- জানি কি কেন বিমানের জানালা গোলাকার হয়ে থাকে। এমন প্রশ্ন হয়তো এর আগে কেউ করেননি।


তবে বিমানের আকার নিয়ে বহুকাল থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলে আসছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের বিমানের জানালা ছিল চার কোণা।


১৯৫৩ সালে দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ৫৬ জন যাত্রী। এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল তথ্য। ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে, দুর্ঘটনার আসল কারণ বিমানের জানালা।


তাদের ধারণা, চার কোণা জানালার ৪টি কোণ থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয়। জানালার উপরে সমানভাবে বায়ু চাপ দেয় না। কোণগুলোতেই চাপ বেশি থাকে। ফলে জানালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এতে ঘটতে পারে বিমান দুর্ঘটনা।


জানালা গোলাকার হলে জানালার উপরে বায়ুর চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে। এতে জানালা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা কম।