

আর মাত্র দিন দশেক পরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। একই ভেন্যুতেই ২৫ মে আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার চোট কিংবা নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে রয়েছেন।
জাসপ্রিত বুমরাহ (ভারত)
ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি। পিঠের চোটের কারণে আইপিএলের শুরুর দিকে বেশ কয়েক ম্যাচে তাকে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্সও। ১৮ কোটি রুপিতে দলে রাখা বুমরাহ প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শও চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি। ৩.৪০ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দেয়া মার্শের পিঠের নিম্নাংশে ব্যথা রয়েছে। তার চোটের অবস্থা নিয়ে কোনো নতুন আপডেট না থাকলেও, টুর্নামেন্টের শুরুতে তার না থাকার সম্ভাবনা প্রবল।
জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার জশ হ্যাজলউড মাংসপেশি ও ঊরুর সংযোগস্থলের চোটে ভুগছেন। বেঙ্গালুরু ১২.৫০ কোটি রুপিতে তাকে দলে নিলেও, টুর্নামেন্টের শুরু থেকেই তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
মায়াঙ্ক যাদব (ভারত)
লখনৌ সুপার জায়ান্টসের তরুণ পেসার মায়াঙ্ক যাদব গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তবে পিঠের নিচের অংশের চোটের কারণে তিনি প্রথম পর্বে মাঠে নামতে পারবেন না। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তার পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে।
হার্দিক পান্ডিয়া (ভারত)
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সমস্যা চোটজনিত নয়। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক গত আইপিএলে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন। ফলে নতুন আসরের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞায় থাকবেন তিনি। মুম্বাই দ্বিতীয় দিনের ম্যাচে তাকে ছাড়াই খেলতে নামবে।
এছাড়াও ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেল হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। বেঙ্গালুরু ২.৬০ কোটি রুপিতে তাকে দলে নিলেও, আইপিএলে তার খেলা অনিশ্চিত।
টুর্নামেন্ট শুরুর আগেই তারকাদের ইনজুরির কারণে দলগুলো কিছুটা ব্যাকফুটে থাকলেও, আইপিএলের উত্তেজনা যে কমবে না, তা বলাই বাহুল্য।









