পাকিস্তানের উপরে থেকেই টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া Yesterday 61
পাকিস্তানের উপরে থেকেই টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ হলো বাংলাদেশ ও পাকিস্তানের। আগেভাগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া এই দুই দলেরই আজ নিজেদের তৃতীয় ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এই দুই দল। তবে পয়েন্ট টেবিলে পাকিস্তানের একধাপ উপরে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে টাইগাররা।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গী ছিল বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে অনেকটা ছিটকে যায়। অন্যদিকে বাংলাদেশ প্রথমে ভারত এবং পরে নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানকে সঙ্গে নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।


আগেভাগেই বিদায় নেওয়া দুই দলের সামনে আজকের ম্যাচ দিয়ে একটি জয় তুলে নেওয়ার সুযোগ ছিল। তবে সেটাও হতে দেয়নি বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।


তবে কোনো জয় না পেলেও পাকিস্তানের উপরে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় এ গ্রুপের ৩ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ হয়েছে শান্তদের। ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নেট রানরেট -০.৪৪৩। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে চারে থাকা পাকিস্তানের নেট রান রেট -১.০৮৭।


বাংলাদেশ ও পাকিস্তানের বিদায় স্বাভাবিকভাবেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের। অন্যদিকে গ্রুপ বি থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। তবে সেমিফাইনালের দৌড়ে এখনো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে টিকে আছে আফগানিস্তান। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হবে আফগানদের।