বিপিএলের প্রথম দিনেই যেসব রেকর্ড হলো দেখে নিন

ক্রিকেট দুনিয়া December 31, 2024 65
বিপিএলের প্রথম দিনেই যেসব রেকর্ড হলো দেখে নিন

একাদশ বিপিএলের শুরুটা অতিতের সব অতৃপ্তি মিটিয়ে দিয়েছে একদিনেই। টুর্নামেন্টটির উদ্বোধনী দিনেই চমকে দিয়েছে দর্শকদের। মিরপুরের রান খরা পরিণত হয়েছে রান বন্যায়।


উদ্বোধনী দিনের দুইটি ম্যাচেই উঠেছে চার-ছক্কার ঝড়। আর তাতেই বিপিএলের ইতিহাসে এবারই প্রথম একদিনে ৩টি ১৯০ ছাড়ানো ইনিংসের দেখা মিললো। শুধু তাই না, প্রথম দিনের সাপেক্ষে এবারেই সবচেয়ে বেশি রান উঠেছে বিপিএলে।


২০১২ সালে অনুষ্ঠিত বিপিএলের প্রথম আসরের ১ম দিনে হয়েছিল ৬৯১ রান। সেদিনের দুই ম্যাচের চার ইনিংসে সিলেট রয়্যালস তুলেছিল ১৬৫, জবাবে বরিশাল বার্নার্স করে ১৬৭ রান। পরের ম্যাচে চিটাগাং কিংসের সংগ্রহ ছিল ২০৪। দুরন্ত রাজশাহী থেমেছিল ১৫৩ করে। উদ্বোধনী দিনের হিসেবে গত ১ যুগ ধরে টিকে ছিল এই রেকর্ড।


আর সেটা ভাঙলো ২০২৫ সালের আসরে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ১৯৭ রানের জবাবে ফরচুন বরিশালের স্কোর ২০০। আর পরের ম্যাচে রংপুর রাইডার্সের স্কোর ছিল ১৯১। ঢাকা ক্যাপিটালস থেমেছে ১৫১ রানে। সবমিলিয়ে রান হয়েছে ৭৩৯। যেটা বেশ বলার মতো রেকর্ড।


বিপিএলের উদ্বোধনী দিনে সর্বোচ্চ রান

বিপিএল ২০২৫ - ৭৩৯ রান

বিপিএল ২০১২ - ৬৯১ রান

বিপিএল ২০১৩ - ৬৬৩ রান

বিপিএল ২০২৪ - ৬৪৭ রান


উদ্বোধনী দিনে দলীয় সংগ্রহের বিচারেও শীর্ষ ৫-র গতকালের তিনটি দলের স্কোর জায়গা করে নিয়েছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে প্রথম দিনে সর্বোচ্চ স্কোরের রেকর্ড এখনো ২০১২ সালে চিটাগাং কিংসের করা ২০৬ রান। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স করেছিল ২০৪ রান। এরপরেই আছে গতকালের ৩ ইনিংস। যেখানে ফরচুন বরিশাল করেছে ২০০। দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্সের স্কোর যথাক্রমে ১৯৭ ও ১৯১।


উদ্বোধনী দিনে ব্যক্তিগত সর্বোচ্চ রানেও হয়েছে রেকর্ড। দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বির সামনে সুযোগ ছিল মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলের উদ্বোধনী দিনে সেঞ্চুরি করার। ২০১২ সালে বরিশাল বার্নার্সের জার্সিতে ১০১ রানে অপরাজিত ছিলেন ক্রিস গেইল। এরপরেই আছে গতকাল ইয়াসির রাব্বির করা ৯৪ রান।


উদ্বোধনী দিনে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর

১০১* - ক্রিস গেইল, প্রতিপক্ষ সিলেট রয়্যালস (২০১২)

৯৪* - ইয়াসির রাব্বি, প্রতিপক্ষ ফরচুন বরিশাল (২০২৪-২৫)

৮৪* - ওয়াইস শাহ, প্রতিপক্ষ খুলনা রয়্যাল বেঙ্গলস (২০১৩)


এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা

২৯ ছক্কা - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম (২০২৩-২৪)

২৯ ছক্কা - ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, মিরপুর (২০২৪-২৫)

২৭ ছক্কা - ঢাকা গ্ল্যাডিয়েটর্স বনাম সিলেট রয়্যালস, মিরপুর (২০১২-১৩)