হার দিয়ে বিপিএল শুরু করলো ঢাকা ক্যাপিটাল

ক্রিকেট দুনিয়া December 30, 2024 109
হার দিয়ে বিপিএল শুরু করলো ঢাকা ক্যাপিটাল

বিপিএলের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে ঢাকা ক্যাপিটালকে ৪০ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে রংপুরের দিলখুশ করেছেন খুশদিল।


টস হেরে ব্যাট করতে নেমে রংপুর শুরুতে দুই বিদেশি ওপেনারকে হারায়। যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলা ক্যারিবীয় ওপেনার স্টিফেন টেইলর ১৪ রান করে মুস্তাফিজের বলে লেগ বিফোর হন।


পরেই বোবাল্ড হন সাবেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস (৫)। ওই ধাক্কা সামলে দুই পাকিস্তানি মোহাম্মদ ইফতেখার ও খুশদীল শাহ এবং বাংলাদেশের সাইফ হাসান ও নুরুল হাসানের ব্যাটে ৬ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স।


দলটির হয়ে সাইফ ৩৩ বলে দুই চার ও দুই ছক্কায় ৪০ রান করেন। পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার ৩৮ বলে আটটি চারের শটে খেলেন ৪৯ রানের ইনিংস। জাতীয় দলের বাইরে থাকা অন্য পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার খুশদীল ২৩ বলে ৪৬ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন এই হার্ডহিটার ব্যাটার। নুরুল ১১ বলে ছয়টি চারের শটে খেলেন ২৫ রানের ইনিংস।


কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ নির্বিষ বোলিং করেছেন। তার সেই কাটার যেন নেই। স্লোয়ার-স্টোক বল তেমন দেখা যায়নি। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। আলাউদ্দিন বাবু ৩ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৪৩ রান।


জবাবে ঢাকা লিটন ও তানজিদের ওপেনিং জুটিতে ৭.৩ ওভারে ৬৫ রান তুলে ফেলে। লক্ষ্য বড় হলেও তা যেন নাগালে মধ্যে এনে ফেলার আভাস দেন তারা। কিন্তু পরেই ধস নামে দলটির। ৭৪ রানে তারা হারায় ৪ উইকেট। ঢাকার হয়ে লিটন ২৭ বলে তিন চার ও এক ছক্কায় ৩১ রান করেন।


তানজিদ ২১ বলে দুটি করে চার ও ছক্কায় খেলেন ৩০ রানের ইনিংস। ১২ ওভারে ৬ উইকেটে ৯৬ রান তুলতেই আরেক দফা ধাক্কা লাগে দলটিতে। ১১৭ রানে ৮ উইকেট হারায় তারা। সেখান থেকে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান পর্যন্ত যেতে পারে ঢাকা।


রংপুরের হয়ে শেখ মেহেদী ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে ঢাকার টপ অর্ডারের তিন ব্যাটারকেই সাজঘরে ফেরান তিনি। এছাড়া খুশদীল নেন ২ উইকেট।