এক নজরে দেখে নিন বিপিএলের সাত দলের স্কোয়াড

ক্রিকেট দুনিয়া December 29, 2024 216
এক নজরে দেখে নিন বিপিএলের সাত দলের স্কোয়াড

পরিবর্তিত বাংলাদেশে নতুন আশা আকাঙ্খা, স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। কাগজে কলমে, নামে ভারে সেরা দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ড্রাফটের শীর্ষ ক্যাটাগরির ১২ ক্রিকেটারের ৬ জনকেই নিয়েছে দলে।


তামিম, মাহমুদউল্লাহ, নাজমুল শান্ত, মুশফিক, তাওহীদ হৃদয়, রিশাদকে নিয়ে যেন মিনি বাংলাদেশ। ডেভিড মালান, মোহাম্মদ নবী, শাহিন শাহ আফ্রিদির মত ফরেন রিক্রুট। সে তুলনায় কোচিং স্টাফে বড় নাম নেই। আস্থা রেখেছে মিজানুর রহমান বাবুলের উপর।


ঠিক বিপরীতে হেঁটেছে সাবেক চ্যাম্পিয়ন রংপুর। রাইডার্সের ডাগআউটে মিকি আর্থারের মত মাস্টারমাইন্ড। কাজে লাগাতে চায় মোহাম্মদ আশরাফুলের অভিজ্ঞতা। স্কোয়াডের নেতৃত্বে বিশ্বস্ত নুরুল হাসান সোহান। সৌম্য সরকার, শেখ মেহেদী, সাইফউদ্দিনরা আছেন।


বড় নামের পেছনে না ছুটে বেশি ম্যাচ খেলতে পারবে এমন বিদেশি ক্রিকেটার নিয়েছে রংপুর। সেজন্যই যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রভালকার ও স্টিভেন টেইলরকে নেয়া। দলে অ্যালেক্স হেলস, ইফতেখার, খুশদিলরা। এনসিএল টি টোয়েন্টি থেকে নিয়েছে যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে।


একনজরে দেখে নেওয়া যাক বিপিএল কেমন হলো দলগুলোর স্কোয়াড।


ঢাকা ক্যাপিটালস:


স্থানীয় খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।


বিদেশি খেলোয়াড়: থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকোনজাই, চাতুরাঙ্গা ডি সিলভা, জাহুর খান, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, আমির হামজা, ফারমানুল্লাহ সাফি, জিন পেইরা কোৎজি, শুভহাম শুভাশ রানজানা।


সিলেট স্ট্রাইকার্স:


স্থানীয় খেলোয়াড়: মাশরাফি বিন মর্তুজা, জাকের আলী অনিক, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান সোহাগ, টিপু সুলতান ও জাওয়াদ আবরার, রনি তালুকদার, আল-আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।


বিদেশি খেলোয়াড়: পল স্ট্রার্লিং, জর্জ মুনসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি, অ্যারন জোন্স ও জন রোস জাগেসার।


রংপুর রাইডার্স:


স্থানীয় খেলোয়াড়: নুরুল হাসান সোহান, আজিজুল হাকিম তামিম, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার।


বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্পার ও স্টিভেন টেইলর।


দুর্বার রাজশাহী:


স্থানীয় খেলোয়াড়: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মেহরাব হোসেন, আকবর আলী, মিজানুর রহমান, হাসান মুরাদ, শফিউল ইসলাম ও মোহর শেখ।


বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ হারিস, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, আরাফাত মিনহাজ, রায়ান বার্ল ও সালমান মির্জা।


ফরচুন বরিশাল:


স্থানীয় খেলোয়াড়: তাওহিদ হৃদয়, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম, প্রিতম কুমার ও ইকবাল হোসেন ইমন।


বিদেশি খেলোয়াড়: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, কাইল মায়ার্স, নান্দ্রে বার্গার, ডেভিড মালান, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, খান জাহানবাদ, মোহাম্মদ ইমরান ও শাহিন শাহ আফ্রিদি।


খুলনা টাইগার্স:


স্থানীয় খেলোয়াড়: মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয় ও রুবেল হোসেন।


বিদেশি খেলোয়াড়: ওশান থমাস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি ও সালমান ইরশাদ।


চিটাগং কিংস:


স্থানীয় খেলোয়াড়: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, অ্যালিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব, নাবিল সামাদ ও ইরফান হোসেন।


বিদেশি খেলোয়াড়: মঈন আলী, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মোহাম্মদ ওয়ানিস জুনিয়র, গ্রায়েম ক্লার্ক, টমাস ও’কর্নেল, বিনুরা ফার্নান্দো, খাজা নাফি, লাহিরু মিলান্থা, জুবাইরুল্লাহ আকবারি, মোহাম্মদ হুসেন তালাত ও আলি রেজা।