ভারতের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেল পাকিস্তান

ক্রিকেট দুনিয়া June 9, 2024 328
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেল পাকিস্তান

বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে লেজে গোবরে অবস্থা পাকিস্তানের। যাদের অনেকেই দেখছিল সেমিফাইনালে। তাদেরই কিনা এখন বিশ্বকাপে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে।


এদিকে সুপার এইটে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে আজ। যেখানে জয় ছাড়া ভিন্ন কোনো পথ নেই। কারণ হারলে সুপার এইটে যেতে যদি-কিন্তুর হিসাব মেলাতে হবে পাকিস্তানকে। এমন ম্যাচে নামার আগে স্বস্তির সংবাদ পেয়েছে ম্যান ইন গ্রিনরা।


শনিবার (৮ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের হেড গ্যারি কারস্টেন জানিয়েছেন, আগের ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারা তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এ ম্যাচে খেলার জন্য ফিট আছেন। ইতোমধ্যে ম্যাচ খেলতে অনুমতি দিয়েছে মেডিক্যাল টিম।


এর আগে ইংল্যান্ড সিরিজে অনুশীলনের সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন অবসর ভেঙে ফেরা ইমাদ। ম্যাচরে জন্য পুরো ফিট না হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হয়নি তার। এর আগে ইংলিশদের বিপক্ষেও সিরিজের শেষ ম্যাচে অনুপস্থিত ছিলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।


ইমাদের দলে ফেরার খবরে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া পাকিস্তানের শক্তি বাড়াবে এটা নিশ্চিত। তার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ভারসাম্যপূর্ণ দল গড়তে ব্যর্থ হন বাবর। পাকিস্তান দলে শাদাব বিশেষজ্ঞ স্পিনার হলেও বল হাতে তার সাম্প্রতিক পারফরম্যান্স খুবই হতাশার। তবে ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রায় দুইশ স্ট্রাইকরেটে ব্যাট করেন তিনি।


সূত্রঃ চ্যানেল ২৪