যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ হারের পর যা বললেন বাবর আজম

ক্রিকেট দুনিয়া June 7, 2024 236
যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ হারের পর যা বললেন বাবর আজম

মূল ম্যাচে অনেক সংগ্রাম করে হার এড়ালেও সুপার ওভারে বাজে বোলি-ব্যাটিংয়ে হেরেছে দল। ছোট দলের কাছে এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম।


ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার (৬ জুন) দিনটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মুদ্রার উল্টোপিঠে পাকিস্তান ক্রিকেটের জন্য একটি হতাশার দিন। স্বাভাবিকভাবে হতাশা ঝরেছে অধিনায়ক বাবরের কণ্ঠে। হারের জন্য দলের তিন বিভাগেরই ব্যর্থতা দেখছেন তিনি। দারুণ খেলে জয় ছিনিয়ে নেয়ায় কৃতিত্ব দিয়েছেন প্রথম বিশ্বকাপ খেলা যুক্তরাষ্ট্রকেও।


ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘আমি হতাশ। তিন (বোলিং, ফিল্ডিং, ব্যাটিং) বিভাগে, আমরা ভালো খেলিনি। আমরা এর চেয়ে ভালো ব্যাট করি। বোলিংয়ে প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে পারেনি। যেটা আমাদের চাপে ফেলেছিল। দশ ওভার পর (বোলিংয়ে) আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা যেভাবে শেষ করেছে, সুপার ওভারে ম্যাচ জিতে নিয়েছে, কৃতিত্ব তাদের।’


এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। রান তাড়ায় নেমে শুরুতে থেকে জয়ের পথে থাকলেও ১৫৯ রানেই আটকে যায় যুক্তরাষ্ট্র। তবে সে আক্ষেপ তারা মেটায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরের বিপরীতে ১ উইকেট হারিয়ে ১৮ রান তুলে নেয় তারা।


ওভারে তিনটি ওয়াইড দেন পাকিস্তানের পেসার। এ তিন ডেলিভারিতে অতিরিক্ত রানসহ ৭ রান তুলে দেয় যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। বাবর মনে করেন, যেটাই সুপার ওভারে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দিয়েছে। ১৯ রান তাড়া করতে নেমে ১৩ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান।


বাবর বলেন, ‘সে (আমির) খুবই অভিজ্ঞ বোলার। সে জানে কীভাবে বল করতে হয়। ফিল্ডিং সেটআপ অনুযায়ী আমাদের বল করার পরিকল্পনা ছিল। যুক্তরাষ্ট্র দারুণ ব্যাটিং করেছে। যখন উইকেটকিপারের কাছে বল যাচ্ছিল, তারা রান বের করে নিচ্ছিল। আমার মনে হয়, সুপার ওভারে সেটা ব্যাটারদের জন্য বাড়তি পাওয়া ছিল।


বাবর বলেন, ‘প্রথম ৬ ওভারে পেস বোলার কিছুটা সুবিধা পেয়েছিল। কিন্তু তারপর আমার মনে হয়নি উইকেট কঠিন ছিল। আমাদের পরিকল্পনা ছিল যতটা জুটি বড় করা যায়। আমি আর শাদাব যে জুটি গড়েছি তাতে ম্যাচ আমাদের পক্ষে এসেছিল।


কিন্তু পরপর আবার উইকেটের পতন, সেটা আমার মতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মুহূর্ত ছিল। পেশাদার দল হিসেবে এমন দলের বিপক্ষে আপনাকে মিডল অর্ডারে ভালো করতে হবে। এটা কোনো অজুহাত নয়। আমরা খারাপ খেলেছি।’


সূত্রঃ সময় টিভি অনলাইন