আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছিঃ সাকিব

ক্রিকেট দুনিয়া June 6, 2024 302
আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছিঃ সাকিব

বিশ্বকাপে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ দল।


ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। তখন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রসিকতা করে সাকিব বললেন, ‘এখন তো বলতে পারতেছি না যে, দোয়া করেন। আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি। দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি (হাসি)।’


বাংলাদেশ দলের দোয়া চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও আগেই ভাইরাল হয়েছে। বিশেষ করে শেখ মেহেদীর এক সাক্ষাৎকারে বারবার দোয়া চাওয়ার বিষয়টি নিয়ে ভক্ত-সমর্থকরা হাসাহাসি করে আসছেন।


ইনজুরি আক্রান্ত পেসার শরিফুল ইসলামের খেলা নিয়েও আছে শঙ্কা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ও প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশের দুশ্চিন্তার বড় কারণ ব্যাটিং। সৌম্য, লিটন, শান্তরা ফর্মে নেই।