বিশ্বমঞ্চে উগান্ডার মতো সহজ প্রতিপক্ষকে পেয়ে যেন ছেলেখেলাই করল আফগান আটলানরা। স্বস্তির জয়ে বিশ্বকাপে ভালো কিছুরই ইঙ্গিত দিয়ে রাখল জোনাথন ট্রটের শিষ্যরা।
মঙ্গলবার বার্বাডোজে টি-২০ বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল উগান্ডা ও আফগানিস্তান। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৫৮ রানেই গুটিয়ে গেছে উগান্ডা। আফগানিস্তানের জয় ১২৫ রানে।
লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় উগান্ডা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রনক প্যাটেল ও সিমন সেসাজি। ইনিংসের প্রথম ওভারেই এ জুটিতে আঘাত হানেন ফজলহক ফারুকী।
ফারুকীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রনক (৪)। পরে ক্রিজে আসেন রজার মুসাকা। উইকেটে এসেই লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) পড়েন তিনি। তার উইকেটে ঝুলিতে ভরেছেন ফারুকীই।
এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন উগান্ডার ব্যাটাররা। দলটির নয়জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ব্যক্তিক্রম ছিলেন শুধু রিয়াজত (১১) ও রবিন (১৪)। দুই অঙ্কের ঘর টপকাতে অবশ্য অনেক সময় নিয়েছেন তারা দুজনই।
ম্যাচ থেকে ছিটকে গেলেও স্রেফ টিকে থাকার লড়াই করেছে উগান্ডা। শেষ পর্যন্ত ৫৮ রান তুলতে সক্ষম হয়েছে তারা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। উগান্ডার স্বপ্ন গুঁড়িয়ে নায়ক বনে গেছেন আফগানিস্তানের ফজলহক ফারুকী। বল হাতে তিনি একাই নিয়েছে ৫ উইকেট।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকী। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন নাভিন উল হক ও রশিদ খান।
এর আগে টস হেরে আগে ব্যাট করে আফগানিস্তান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা দুজন। তাদের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে উগান্ডা।