টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন গ্রুপে, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

ক্রিকেট দুনিয়া May 31, 2024 217
টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন গ্রুপে, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।


উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯ ভেন্যুতে গড়াবে কুড়ি ওভারের বিশ্বযজ্ঞ। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। সেই লক্ষ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে উড়ে গিয়েছে অংশগ্রহণকারীরা।


আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডালাসে কানাডার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর ৮ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা।


এছাড়া গ্রুপ পর্বের সবচেয়ে বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে আগামী ৯ জুন। সেদিন মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ম্যাচটিকে পাখির চোখ করে রেখেছে ক্রিকেটপ্রেমীরা।


আগামী ২৯ জুন ফাইনাল ম্যাচটি হবে উইন্ডিজের বার্বাডোজে। এই আসরের ফাইনালিস্ট কারা হচ্ছেন সেই উত্তর জানতে পুরো আসরের দিকে চোখ রাখতে হবে।


বিশ্বকাপের ২০ দল কে কোন গ্রুপে, চলুন দেখে নেয়া যাক-


গ্রুপ এ: যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড।


গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড।


গ্রপ সি: আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, উগান্ডা ও ওয়েস্ট ইন্ডিজ।


গ্রুপ ডি: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।


একনজরে দেখে নিন বিশ্বকাপের সূচি-