আইপিএলের ফাইনাল শেষে কে কত টাকা পেলেন?

ক্রিকেট দুনিয়া May 27, 2024 438
আইপিএলের ফাইনাল শেষে কে কত টাকা পেলেন?

আইপিএলের ইতিহাসে এমন একপেশে ফাইনাল কখনো হয়নি। আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসেখেলে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটের জয়ে আইপিএলের তৃতীয় শিরোপা নিশ্চিত করে কেকেআর।


রান তাড়া করতে নেমে ১১ রানে সুনীল নারাইনের উইকেট হারায় কলকাতা। অধিনায়ক প্যাট কামিন্সের বলে শাহবাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ার ৪৫ বলে ৯১ রানের জুটি গড়ে জয়টা একেবারে নাগালে নিয়ে আসেন।


১০২ রানের মাথায় শাহবাজ আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান গুরবাজ আউট হলে ভাঙে এই বিধ্বংসী জুটি। ভেঙ্কটেশ অবশ্য ফিফটি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে অনেকের মনেই প্রশ্ন, আইপিএল জিতে কত টাকা পেল কলকাতা?


এবারের আইপিএলে মোট ৪৬.৫ কোটি টাকার পুরস্কার রাখা হয়েছে। শুধু চ্যাম্পিয়ন বা রানার্স দল নয়, ব্যক্তিগত একাধিক বিভাগেও থাকছে পুরস্কার। চ্যাম্পিয়ন দল হিসেবে কলকাতা পাবে ২০ কোটি টাকা। আর রানার্সআপ হায়দরাবাদ পাবে ১৩ কোটি টাকা।


আইপিএলের পুরো মৌসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে অরেঞ্জ ক্যাপ পুরস্কার দেওয়া হয়। অরেঞ্জ ক্যাপ বিজয়ীকে দেওয়া হবে ১৫ লাখ টাকা। যা পেয়েছেন বিরাট কোহলি। সবচেয়ে বেশি উইকেট নেয়া হার্শাল প্যাটেল জিতেছেন পার্পল ক্যাপ। তিনিও পেয়েছেন ১৫ লাখ টাকা।