সিরিজ হারের কারন হিসেবে যা বললেন তানজিদ তামিম

ক্রিকেট দুনিয়া May 26, 2024 202
সিরিজ হারের কারন হিসেবে যা বললেন তানজিদ তামিম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতলেও প্রথম দুই ম্যাচে নিশ্চিত হয় সিরিজ হার। কেন এমন হলো? কারণ হিসেবে টাইগারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারাকেই দায়ী করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম।


তামিমের মতে, নাজমুল হোসেন শান্ত বাহিনী যে প্ল্যান নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল, প্রথম ম্যাচে সেটি বাস্তবায়ন করতে পারেনি কোনো টাইগার। তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যে প্ল্যান নিয়ে আসছিলাম, তখন যে প্ল্যানটা এক্সিকিউট করা দরকার ছিল, আমরা সেটা করতে পারি নাই। প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৪ রান লাগত। সেখানে আমরা বোলাররা ফেইল করছি। সেখানে যে বল করা দরকার ছিল সেটা এক্সিকিউট করতে পারি নাই।’


দ্বিতীয় ম্যাচে জয়ের কাছে গিয়েও হারতে হয় বাংলাদেশকে। শেষ দুই ওভারে দরকার ছিল মাত্র ১৫ রান। লক্ষ্যে পৌঁছার আগেই অলআউট হয়ে যায় শান্ত বাহিনী। এ নিয়ে তামিম বলেন, ‘সেকেন্ড ম্যাচে কম বলে কম রান দরকার ছিল। আমরা সেমভাবে উইকেট হারাইছি। কাউকে আমি এভাবে বলব না। আমাদের টিমের যে ওভারওল প্ল্যান ছিল, সেটা করতে পারি নাই। সে কারণেই আমরা ফার্স্ট দুই ম্যাচ হারছি।’


বিশ্বকাপকে সামনে রেখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ সিরিজ খেলেছে বাংলাদেশ। এর থেকে প্রাপ্তি হিসেবে কী পেল টাইগাররা? তামিম বলেন, ‘আসলে আমার দিক থেকে বলতে গেলে, আমরা একটা প্রিপারেশনের ভেতর দিয়ে যাচ্ছি। কারণ সামনে একটা বড় টুর্নামেন্ট, ওয়ার্ল্ডকাপ। আমার কাছে মনে হয় এই হারা-জিতা দুইটা আসলে প্রিপারেশনের ভেতরে রাখাই ভালো। এখানে পজিটিভ-নেগেটিভ ‍দুইটাই হইসে। যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে।’


সূত্রঃ চ্যানেল ২৪ অনলাইন