মুম্বাইয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোহিত

ক্রিকেট দুনিয়া May 18, 2024 273
মুম্বাইয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোহিত

দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে রোহিত শর্মা মুম্বাইকে উপহার দেন পাঁচ পাঁচটি আইপিএল শিরোপাও। তিল তিল করে নিজ হাতে গড়া দলের হয়ে আর খেলতে চান না তিনি। তবে সেটা যদি সত্যি হয় তাহলে শুক্রবার নীল জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন ভারতীয় এই অধিনায়ক।


ভারতীয় এই হার্ডহিটার ওপেনার কিছুদিন আগে আভাস দিয়েছিলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এটাই তার শেষ বছর। তার ইঙ্গিত যদি সত্যি হয় তাহলে শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের হয়ে খেলার ইতি টানলেন রোহিত। সম্ভবত সেই দিন নীল জার্সি শেষবারের মতো গায়ে জড়িয়েছেন মুম্বাইয়ের এই সাবেক অধিনায়ক।


এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষের সাথে সম্পর্কের অবনতি ঘটে রোহিতের। পাঁচবার শিরোপাজয়ী এই অধিনায়কের নেতৃত্ব কেড়ে নেয় এই ফ্যাঞ্চাইজিটি। নেতৃত্ব দেওয়া হয় গুজরাট টাইটান্স থেকে আনা হার্দিক পান্ডিয়াকে।


রোহিতকে রীতিমতো শাসন করা শুরু করে হার্দিক। কখনও বাউন্ডারিতে আবার কখনও অনভ্যস্ত জায়গায় ফিল্ডিং করার নির্দেশ দেন মুম্বাইয়ের বর্তমান এই অধিনায়ক। তখন থেকেই ইন্ডিয়ান্সের সাথে সম্পর্ক ক্রমশই খারাপের থেকেও খারাপের দিকে ধাবিত হয়। এমনকি শেষ কয়েকটি ম্যাচে প্রথম একাদশেও জায়গা মেলেনি রোহিতের।


কিছু দিন আগে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারকে অভিমানী রোহিত বলেছেন, ‘‘সব পাল্টে যাচ্ছে। সে সব তাদের বিষয়। যতই হোক, দলটা আমার হাতে গড়া। এটা আমার বাড়ি। আমি এই মন্দির তৈরি করেছি। আমার কিছু যায়-আসে না, আমার শেষ বছর এইটা।”


সেই ভিডিও ক্লিপটা কেকেআর কর্তৃপক্ষ ডিলিট করে দিলেও রোহিতের বার্তা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সেই থেকে বোঝা যায়, মুম্বাইয়ের হয়ে না খেলার চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন দ্য হিটম্যান।