টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া May 3, 2024 808
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। স্বাগতিক হিসেবে কিছুটা দেরিতে হলেও বিশ্বকাপের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই ক্যারিবীয়দের অধিনায়কত্ব করবেন রভম্যান পাওয়েল। তার ডেপুটি হিসেবে থাকবেন আলজারি জোসেফ।


উইন্ডিজ দলে বড় চমকের নাম শামার জোসেফ। এখন পর্যন্ত কেবল তিনটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে ডানহাতি এই পেসারের। টি-টোয়েন্টিতে এখনও তার আন্তর্জাতিক অভিষেক হয়নি। আসরে ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা।


সুনিল নারিনের ফেরা নিয়ে গুঞ্জণ উঠলেও তা আলোর মুখ দেখলো না। উইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন সামি তার সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া এই তারকা রাজি হননি ফিরতে। তবে রয়েছেন আরেক তারকা আন্দ্রে রাসেল।


ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড:


রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।