ডিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক শান্ত

ক্রিকেট দুনিয়া April 26, 2024 417
ডিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক শান্ত

ডিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাংলাদেশ জাতীয় দল এবং আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিধ্বংসী সেঞ্চুরিতে বৃহস্পতিবার গাজী গ্রুপকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে চলে গেছে আবহানী।


ফতুল্লায় ৬১ বলে ফিফটি পূরণ করেন শান্ত। এরপরই ধারণ করেন রুদ্রমূর্তি। স্রেফ ২১ বলে করে ফেলেন পরের পঞ্চাশ। ৮৪ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০১ রানের সৌজন্যে ৫ উইকেটে ৩৪৩ রানের বিশাল স্কোর গড়ে আবাহনী। চলতি লিগে তিন ইনিংসে শান্তর এটি দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে লিস্ট 'এ' ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি এটি। আবাহনী অধিনায়কের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।


রান তাড়ায় নেমে গাজী গ্রুপ ৩৫.১ ওভারে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায়। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে বড় অবদান রাখেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। দলটির হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন সাব্বির হোসেন। আবাহনীর ১৭১ রানের জয়ের দিনে দলটিতে ১২ বছর পূর্ণ হওয়ায় মোসাদ্দেক হোসেনকে ব্লেজার ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।