রাজস্থানের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে যা বললেন কিং খান

ক্রিকেট দুনিয়া April 17, 2024 19,047
রাজস্থানের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে যা বললেন কিং খান

সুনিল নারিনের সেঞ্চুরি ম্লান করে দিয়ে অসাধারণ সেঞ্চুরিতে কলকাতাকে গতরাতে হারিয়ে দেয় জস বাটলারের রাজস্থান রয়্যালস। তারপর ড্রেসিংরুমে দলকে অনুপ্রাণিত করতে জ্বালাময়ী বক্তৃতা দেন শাহরুখ খান।


শাহরুখ বলেন, ‘জীবনে বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে এমন দিন আসে যখন হার কোনোভাবেই আমাদের প্রাপ্য নয়। আবার এমন দিনও থাকে যখন ম্যাচ জেতাও আমাদের প্রাপ্য থাকে না। আজ কোনোভাবেই হার আমাদের জন্য ছিল না। আমরা দুর্দান্ত খেলেছি। এ জন্য নিজেদের নিয়ে গর্বিত হওয়া উচিত।’


কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ও সাবেক অধিনায়ক গৌতমকে গম্ভীর হয়ে থাকতে দেখে তাকে উৎসাহ দেন শাহরুখ। সেই সঙ্গে দলকেও। বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। আমাদের শক্তি উচ্চ পর্যায়ে আছে এবং সেখানেই রাখতে হবে। ড্রেসিং রুমে এসে হতাশ হওয়া যাবে না, আনন্দে থাকতে হবে। নিজেদের দারুণ বোঝাপড়াটুকু সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’


গতরাতে আসরের দ্বিতীয় হারের স্বাদ পেতে হয় কেকেআরকে। ২২৩ রান করা কলকাতা ম্যাচের শেষ বলে ২ উইকেটের হার মানে রাজস্থানের কাছে। ৬ ম্যাচ শেষে ৮ পয়েন্টে টেবিলের দুইয়ে রয়েছে কলকাতা। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান।