এবারের আইপিএলটা ভালোই কাটছে মুস্তাফিজুর রহমানের। দলও আছে তুলনামূলক ভালো অবস্থানে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে তারা। কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফেরা দলটি রোববার (১৪ এপ্রিল) মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়।
মুম্বাইয়ের উইকেট বলছে ওয়াংখেড়েতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করবে মুস্তাফিজের জন্য, আলাদা করে বললে পেসারদের জন্য। ওয়াংখেড়েতে মুম্বাই-দিল্লির ম্যাচে রান হয়েছে ৪৩৯। এর চাইতেও বড় বিষয় ফর্মে ফিরেছেন রোহিত শর্মা-ইশান কিষাণ-হার্দিক পান্ডিয়া-সূর্যকুমার যাদবরা। প্রস্তুত ব্যাটে ঝড় তুলতে।
তবে টুর্নামেন্টে যত সময় যাচ্ছে আরও ক্ষুরধার হচ্ছেন দ্য ফিজ। কলকাতার বিপক্ষে স্লগ ওভারে আন্দ্রে রাসেল-শ্রেয়াস আইয়ারকে বোকা বানিয়েছিলেন টাইগার পেসার। দেখার বিষয় হলো মুম্বাইয়ের বিপক্ষে পুরাতন বলে তাকে কীভাবে ব্যবহার করেন চেন্নাই কাপ্তান ঋতুরাজ গাইকোয়াদ।
প্রথম তিন ম্যাচ হার দিয়ে আসর শুরু করা মুম্বাই শেষ দুই ম্যাচে তুলে নিয়েছে দাপুটে জয়। অন্যদিকে মুস্তাফিজের ফেরার ম্যাচে জয় পেয়েছে চেন্নাইও। তাই তো আভাস মিলছে দুই জায়ান্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ের।
সূত্রঃ সময় টিভি অনলাইন