এবারের আইপিএলে সাকিব এবার না থাকলেও একমাত্র প্রতিনিধি হিসেবে আসরটিতে আছেন ফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেকটা আসরটা স্মরণীয় করে রাখছেন টাইগার এই পেসার। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে পেয়েছেন ৯টি উইকেট।
সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায়ও আছেন তিন নাম্বারে। মুস্তাফিজের এমন পারফরম্যান্স টাইগার সমর্থকদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়েছে। আগামীকাল (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে মাঠে নামছেন মুস্তাফিজরা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টানা জয়ে আসর শুরুর পর কিছুটা খেই হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই। অবশ্য দুই হারের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে তারা। নিজেদের সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে সিএসকে। ৫ ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকায় তিনে আছে ধোনিরা। এবার তাদের সামনে মুম্বাই চ্যালেঞ্জ। আগামীকাল মুখোমুখি লড়াইয়ে নামছে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে সফলতম দুই দল।
টানা ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে বিতর্ক আর হারই ছিল সঙ্গী। সেখান থেকে অবশ্য কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে দলটি। সবশেষ দুই ম্যাচে জয় পেয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। তবে মুম্বাইয়ের ঘুরে দাঁড়ানোর মিশনে এক্স-ফ্যাক্টর হয়ে ছিল ঘরের মাঠ ওয়াংখেড়ে। হোম ভেন্যুতে নীলের সাগরে পরিণত হয়েছিল বিখ্যাত এই স্টেডিয়াম।
হোমগ্রাউন্ডের এই সুবিধা পুরোপুরি কাজে লাগিয়েছে মুম্বাই। সেইসঙ্গে গড়েছে অনন্য এক নজিরও। আইপিএলের প্রথম দল হিসেবে যেকোন মাঠে ৫০ জয়ের কীর্তি গড়েছে তারা। নিজেদের হোমগ্রাউন্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখন পর্যন্ত ৮১ ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাতে ১ টাই এবং ৩০ হারের পাশাপাশি আছে ৫০ জয়। এবার মুম্বাইয়ের মাঠে চেন্নাই কেমন করে সেটাই দেখার বিষয়।