এবার আইপিএল থেকে দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া April 11, 2024 7,544
এবার আইপিএল থেকে দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এক ম্যাচে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। পরের ম্যাচে ফিরেই দখলে নেন পার্পল ক্যাপ। এবার এক ম্যাচ পরেই ফের তা হারালেন। যুজবেন্দ্র চাহালের কাছে পার্পল ক্যাপ হারালেন দ্য ফিজ।


আইপিএলের কিংবদন্তি তালিকায় সবার ওপরেই আছেন চাহাল। এবারও রাজস্থান রয়্যালসের হয়ে আলো ছড়াচ্ছেন তিনি। গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচের আগে তার ঝুলিতে ছিল ৮ উইকেট। আসরের বর্তমান রানার্স-আপদের বিপক্ষে ম্যাচে শিকার করেন জোড়া উইকেট। বিজয় শঙ্কর ও শুভমান গিলকে সাজঘরে ফেরান তিনি।


এই উইকেট শিকারের পর তার উইকেট সংখ্যা ১০। পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন চাহাল। অন্যদিকে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন দ্য ফিজ।


উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান।


এক ম্যাচ মিস দিয়ে পরবর্তী কলকাতা ম্যাচ থেকে ফের দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আসন্ন ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।