চেন্নাইয়ের আগামীকালের ম্যাচে খেলবেন কি মুস্তাফিজ?

ক্রিকেট দুনিয়া April 7, 2024 455
চেন্নাইয়ের আগামীকালের ম্যাচে খেলবেন কি মুস্তাফিজ?

রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটি নিজেদের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পাত্তাও পায়নি। পরবর্তীতে মুস্তাফিজদের মিস করার কথা জানান চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তবে পরের ম্যাচে বাংলাদেশি এই পেসারের খেলার সম্ভাবনা রয়েছে!


আগামীকাল (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। তার আগে আজই (রোববার) চেন্নাইয়ের উদ্দেশে উড়ার দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ম্যাচটি ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার ওপর চার ম্যাচে টানা দ্বিতীয় হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। তাই ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই ফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।


এর আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’


এর আগে বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছেন, রোববার (আজ) সন্ধ্যায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুস্তাফিজ।


সূত্রঃ ঢাকা পোস্ট