টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে গেল বৃৃহস্পতিবার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। যে তালিকায় ছিলেন মুস্তাফিজুর রহমানও। আর সেই কাজের সূত্রে মঙ্গলবার রাতে চেন্নাই থেকে ঢাকায় ফেরেন ফিজ।
ভিসার কাজ সারতে দেশে আসায় গতকাল আইপিএলে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলা হয়নি মুস্তাফিজের। শুরুতে ধারণা করা হয়েছিল, ৪ তারিখেই ভিসার কাজ শেষ করেই আবার ভারত যাবেন ফিজ। তবে সেটি শেষ পর্যন্ত আর হয়নি। ভিসার কাজ সম্পন্ন না হওয়ায় এখনো মুস্তাফিজ বাংলাদেশেই অবস্থান করছেন।
তাহলে কবে নাগদ আবার মুস্তাফিজ আইপিএলে যাচ্ছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। অবশেষে ফিজের আইপিএল যাওয়ার দিনক্ষণ জানা গেল। বিসিবির একটি নির্ভারযোগ্য সূত্র নিশ্চিত করেছে, রোববার সন্ধ্যায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুস্তাফিজ।
চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার রাত আটটায়। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচটি হবে চেন্নাইয়ের ঘরের মাঠে। ফলে এই ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে।
সূত্রঃ ঢাকা পোস্ট