আইপিএল থেকে মুস্তাফিজ যখন ছোট বিরতি নিয়ে দেশে ফিরেছেন তখনই সবাই সংশয়ে ছিলেন, শীর্ষস্থান হারাতে হতে পারে কাটার মাস্টারকে। শেষপর্যন্ত হলোও তাই। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার করতে দেশে ফিরেন মুস্তাফিজুর রহমান। এই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক ধাপ নিচে নেমে গেলেন তিনি। টুর্নামেন্টটি শুরুর পর থেকেই সবার শীর্ষে ছিলেন টাইগার কাটার মাস্টার।
বৃস্পতিবার (৪ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে এক উইকেট পাওয়ায় ফিজের সমান ৭ উইকেট হয়েছে মুহিত শর্মার। তবে ইকোনোমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন মুহিত। যদিও এই সময়ের মধ্যে চেন্নাইর কোনো ম্যাচ ছিল না।
মুস্তাফিজ ও মোহিত ছাড়া আর কেউ এখনও ৭ উইকেটের দেখা পাননি। ৬টি করে উইকেট আছে মায়াঙ্ক যাদব, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ ও কাগিসো রাবাদার। এছাড়া ট্রেন্ট বোল্ট, হার্শিত রানা, নান্দ্রে বার্গার ও আন্দ্রে রাসেল পাঁচটি করে উইকেট শিকার করেছেন।
মুস্তাফিজের সামনে অবশ্য আজই মোহিতকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল, সেক্ষেত্রে কাটার মাস্টারকে একটি উইকেট পেলেই হতো, অথবা করতে হতো একটু মিতব্যয়ী বোলিং। কিন্তু সেই সুযোগ নেই, কারণ আজ তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেই পারছেন না। যুক্তরাষ্ট্রের ভিসা কার্যক্রমের জন্য এ মুহূর্তে ফিজ অবস্থান করছেন বাংলাদেশে। ৮ এপ্রিল দলের পরের ম্যাচেও অনিশ্চিত।
আইপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।
দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। সবমিলিয়ে আসরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার।
আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদে।