মুস্তাফিজের জায়গায় চেন্নাইয়ের একাদশে জায়গা পাবেন কে?

ক্রিকেট দুনিয়া April 4, 2024 745
মুস্তাফিজের জায়গায় চেন্নাইয়ের একাদশে জায়গা পাবেন কে?

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রায় ছেদ পড়ল। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম তিন ম্যাচ খেলা মুস্তাফিজ আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরছেন। তাই আগামী শুক্রবার চেন্নাইয়ের পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শংকা। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, মুস্তাফিজের বদলে কাকে খেলাবে চেন্নাই?


এখন পর্যন্ত তিন ম্যাচে মুস্তাফিজের শিকার ৭ উইকেট। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে একাদশে জায়গা পাকা করে ফেলেন। মাথায় উঠেছে পার্পল ক্যাপ। এমন পারফর্ম্যান্সের পর মুস্তাফিজকে বসিয়ে রাখার কোনো কারণই ছিল না। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শুক্রবারের ম্যাচের আগে মুস্তাফিজের ভারতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। মুস্তাফিজের জায়গায় খেলার দৌড়ে আছেন একাধিক ক্রিকেটার।


চেন্নাই যদি আরেকজন পেসার খেলাতে চায়, তাহলে স্থানীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর কিংবা মুকেশ চৌধুরী হতে পারেন বিকল্প। কারণ মুস্তাফিজ আর মাথিশা পাথিরানাই মুম্বাইয়ের দুই বিদেশি পেসার। পাথিরানা এখন চেন্নাই একাদশে নিয়মিত। তবে স্পিনার খেলাতে চাইলে শ্রীলঙ্কার মহিশ থিকশানা সুযোগ পেতে পারেন। এছাড়া আসরে প্রথমবারের মতো সুযোগ হতে পারে ইংলিশ অল-রাউন্ডার মঈন আলীর।


তবে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, চেন্নাই মুস্তাফিজকেই পরবর্তী ম্যাচের একাদশে পেতে চায়। বল হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। পাথিরানার সঙ্গে তার ডেথ ওভারের জুটি দারুণ জমে উঠেছে। তাই মুস্তাফিজকে ছাড়া অন্য কিছু ভাবছে না চেন্নাই।