মালিঙ্গা'র সঙ্গে দুর্ব্যবহার করে সমর্থকদের তোপের মুখে পান্ডিয়া

ক্রিকেট দুনিয়া April 2, 2024 625
মালিঙ্গা'র সঙ্গে দুর্ব্যবহার করে সমর্থকদের তোপের মুখে পান্ডিয়া

আইপিএল-এর ১৭তম সংস্করণ শুরুর এখনও দুই সপ্তাহ কাটেনি, এরই মধ্যে একাধিকবার বিতর্কে জড়ালেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর অখেলোয়াড়সুলভ আচরণ করতে দেখা গেল তাঁকে।


সম্প্রতি একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার শেষে দুই দলের ক্রিকেটার-কোচরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সেই সময়ে দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ লাসিথ মালিঙ্গা জড়িয়ে ধরতে যান হার্দিক পাণ্ডিয়াকে।


কিন্তু মুম্বই অধিনায়ক তাঁকে ঠেলে সরিয়ে দেন। সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যায়, ডাগ আউটে পাশাপাশি চেয়ারে বসে রয়েছেন মালিঙ্গা ও পোলার্ড। সেই সময় ব্যাটিং করতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হার্দিক। তাঁকে দেখে চেয়ার ছাড়তে চান পোলার্ড।


কিন্তু মালিঙ্গা প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারকে থামিয়ে দিয়ে নিজে হার্দিকের জন্য চেয়ার ছেড়ে চলে যান। মালিঙ্গাকে সেই জায়গায় দেখাই যায়নি আর। মালিঙ্গা'র মতো কিংবদন্তি তারকার সঙ্গে হার্দিকের এমন ব্যবহার অনেকেই ভাল ভাবে নেননি। সমর্থকরা কার্যত ধুয়ে দিয়েছেন মুম্বই অধিনায়ককে।